অসংরক্ষণশীল বল কী?

একটি বলকে অসংরক্ষণশীল বলা হয় যদি কোনো কণা একটি পূর্ণ চক্র সম্পনন করে তার আদি অবস্থানে ফিরে আসলে কণাটির উপর এই বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য না হয়।

লম্ব অক্ষ উপপাদ্যটি বিবৃত কর।

কোনো সমতল পাতের তলে উপস্থিত দুটি পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে ঐ পাতের জড়তার ভ্রামকদ্বয়ের সমষ্টি হবে ঐ দুই অক্ষের ছেদ বিন্দু দিয়ে এবং পাতের অভিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে পাতটির জড়তার ভ্রামকের সমান।

সমান্তরাল অক্ষ উপপাদ্যটি বিবৃত কর।

যেকোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক হবে ঐ অক্ষের সমান্তরাল ও বস্তুর ভরকেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং ঐ বস্তুর ভর ও দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান।

রৈখিক ভরবেগের নিত্যতার সূত্র

দুই বা ততোধিক বস্তুতে ক্রিয়া-প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বাহ্যিক বল ক্রিয়া না করলে কোনা নির্দিষ্ট দিকে ঐ বস্তুগুলোর মোট রৈখিক ভরবেগের কোনো পরিবর্তন হবে না।

গতীয় ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে?

কোনো বস্তু যখন অপর একটি বস্তুর ওপর দিয়ে স্থির বেগে চলতে থাকে তখন গতীয় ঘর্ষণ বল ও অভিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাতকে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বলে।

কোনো যন্ত্রের দক্ষতা 60% বলতে কি বুঝ?

কোনো যন্ত্রের দক্ষতা 60% বলতে বুঝায় যন্ত্রে 100 একক শক্তি সরবরাহ করলে এর 60 একক শক্তি কাজে লাগে এবং (100 – 60) বা 40 একক শক্তি অপচয় হয়।

শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য

শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য নিম্নরূপ – নং শক্তি ক্ষমতা  ১ কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কোন বস্তু একক সময়ে যে কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে।  ২ মোট নিষ্পন্ন কাজ দিয়ে শক্তি নির্ধারণ করা হয়। শক্তি নির্ণয়ে তাই সময়ের প্রশ্ন আসে না। ক্ষমতা নির্ধারণে মোট কাজের কোন প্রয়োজন নেই। নির্দিষ্ট পরিমাণ কাজ … Read more