অনুনাদ কাকে বলে?

কোনো বস্তুর নিজস্ব কম্পাঙ্ক আর তার উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক সমান হলে বস্তুটি যে অধিক বিস্তারে কম্পিত হয় সেই কম্পাঙ্কই হলো অনুনাদ।

উঁচু স্থান থেকে লাফিয়ে নদীতে পড়ার সময় কোনো ব্যক্তি নিজেকে ওজনহীন মনে করেন কেন?

উঁচু স্থান হতে লাফিয়ে পড়ার সময় ব্যক্তির ত্বরণ অভিকর্ষজ ত্বরনের সমান হয় অর্থাৎ a = g হয়। ফলে লব্ধি ত্বরণ (g – a) = 0, শূন্য হয়। এজন্য ব্যক্তি নিজেকে ওজনশীন মনে করেন।

শীতল পানির গতির চেয়ে পানির গতি দ্রুত হয় কেন?

শীতল পানির চেয়ে গরম পানির গতি দ্রুত হয়। শীতল পানিতে অণুগুলো কাছাকাছি অবস্থান করে এবং পানির অণুগুলো স্থির অবস্থায় থাকে। কিন্তু পানি যখন গরম করা হয় তখন পানির অণুগুলো উত্তেজিত হয়ে ছোটাছুটি শুরু করে গতিশক্তি বৃদ্ধি পাওয়ার কারণে।  তাই শীতল পানির তুলনায় গরম পানির গতি দ্রুত হয়।

নৌকায় গুণ টানার সময় দড়ির দূরত্ব যত বেশি হয় নৌকা তত বেশি দ্রুত চলে কেন?

নৌকার গুণ টানার সময় দড়ির দূরত্ব যত কম হয়, অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ তত বড় হয়। সেক্ষেত্রে, অনুভূমিকের দিকে অনুভূমিক টানের উপাংশ Tcosθ এর মান তত কম হয়। কারণ θ এর মান যত বড় হয় cosθ এর মান তত কম হয়। ফলে কার্যকর টান কম হয়। কিন্তু দড়ির দৈর্ঘ্য বেশি হলে টানের সময় অনুভূমিকের দিকের সাথে উৎপন্ন কোণের … Read more

ইস্পাত রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক কেন?

ইস্পাত ও রাবারের মধ্যে রাবার বেশি স্থিতিস্থাপক। কারণ, একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও দৈর্ঘ্যবিশিষ্ট দুটি ভিন্ন ভিন্ন বস্তুর যেটিতে বেশি প্রতিরোধ বলের সৃষ্টি হয় সে বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি হবে। অর্থাৎ দুটি বস্তুর মধে যার স্থিতিস্থাপক সীমার মান বেশি সেটি অপেক্ষাকৃত বেশি স্থিতিস্থাপক। ইস্পাত ও রাবারের মধ্যে রাবারের স্থিতিস্থাপক সীমার মান বেশি। তাই সম পরিমাণ বল প্রয়োগের … Read more

বুন্দক হাতে গুলি ছুঁড়লে বন্দুক ও গুলি কোনটির গতিশক্তি বেশি হবে

বন্দুক হতে গুলি ছুঁড়লে বন্দুক অপেক্ষা গুলির গতিশক্তি বেশি হবে। কোনো গতিশীল বস্তুকে থামাতে গেলে বাইরে থেকে বল প্রয়োগ করতে হয়। বস্তুটি থেমে যাওয়ার আগ পর্যন্ত প্রযুক্ত বলের বিরুদ্ধে যে কাজ করে তার পরিমাণই হলো বস্তুটির গতিশক্তি। বন্দুক হতে গুলি ছুঁড়লে বন্দুকের নল দিয়ে গুলি সজোরে বের হয় তার গতির কারণে যথেষ্ট শক্তি অর্জন করে … Read more