ইমান কাকে বলে?

ইমান শব্দের অর্থ – সুদৃঢ় বিশ্বাস। ইসলামি পরিভাষায় – শরিয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে দৃঢ়তার সাথে বিশ্বাস করা, বিশ্বাসের আলোকে মুখে স্বীকার করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সেমতে চলাকে বা আমল করাকে ইমান বলে।

শিরক ক্ষমার অযোগ্য অপরাধ কেন?

শিরক হলো চরম জুলুম। এর দ্বারা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা হয় এবং মানুষ তাঁর শ্রেষ্ঠত্ব ভুলে গিয়ে গাইবি ইলাহর নিকট নিজেকে সঁপে দেয়। যা মানবের জন্য চরম অবমাননা। এজন্য শিরক ক্ষমার অযোগ্য অপরাধ।

খতমে নবুয়ত কাকে বলে?

খাতামুন শব্দের অর্থ শেষ, সমাপ্তি। আর নবুয়ত হলো নবিগণের দায়িত্ব। সুতরাং খতমে নবুয়তের অর্থ নবুয়তের সমাপ্তি। অন্যদিকে খাতামুন শব্দের অন্যতম অর্থ সিলমোহর। এ হিসেবে খতমে নবুয়ত অর্থ নবুয়তের সিলমোহর। নবুয়তের সিলমোহর হলো নবুয়তের পরিসমাপ্তির ঘোষণা। অর্থাৎ নতুনভাবে কোনো ব্যক্তি নবি হতে পারবে না এবং নবুয়তের ধারায় প্রবেশ করতে পারবেনা। এটাই হলো খতমে নবুয়তের মূল কথা।

কুফর শব্দের অর্থ কি?

কুফর শব্দের আভিধানিক অর্থ অিস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা, অবাধ্য হওয়া ইত্যাদি।

মায়ের পদতলে সন্তানের বেহেশত

আল্লাহ তাআলার সন্তুষ্টি ও আখিরাতে সুখ লাভ করা মাতা-পিতার সন্তুষ্টি লাভের ওপর নির্ভর করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “মায়ের পদতলে সন্তানের বেহেশত।” কেননা, মাতা সন্তানকে গর্ভে ধারণ করেন, সীমাহীন কষ্ট সয়ে প্রসব করেন, দীর্ঘ দুই বছর ধরে দুগ্ধ দান করান এবং লালন-পালন করেন। সন্তানের জন্য মায়ের এ বিপুল অবদানের কারণে আল্লাহ তায়ালা মাতাকে এ বিশেষ সম্মান … Read more