ভয়েসব্যান্ড কাকে বলে?

1200 pbs থেকে 9600 bps বা 9.6 Kpbs পর্যন্ত ডেটা স্থানান্তরের ব্যান্ডকে Voice band বলে। বর্তমানে এটি 96000 bps বা 96 Kpbs পর্যন্ত হয়ে থাকে। সাধারণত টেলিফোন লাইনে এই ব্যান্ডউইডথ (56Kbps) ব্যবহার করা হয়। কম্পিউটার ও পেরিফেরাল যন্ত্রপাতিতে (যেমন- ডায়াল-আপ মোডেম, স্ক্যানার, প্রিন্টার, মনিটর ইত্যাদি) ডেটা স্থানান্তরের ক্ষেত্রেও ভয়েসব্যান্ড ব্যবহার করা হয়।

ন্যারোব্যান্ড কাকে বলে?

সাধারণত 45 bps থেকে 300 bps পর্যন্ত ডেটা স্থানান্তরের ব্যান্ডকে ন্যারোব্যান্ড বলে এবং এটি Sub Voiceband নামেও পরিচিত। এ ব্যান্ডের ফ্রিকুয়েন্সি 300-3400 Hz হয়ে থাকে। যেসব ক্ষেত্রে ধীরগতিতে ডেটা স্থানান্তরের প্রয়োজন সেসব ক্ষেত্রে ন্যারোব্যান্ড ব্যবহার করা হয়। যেমন – টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা।

তথ্য অধিকার বলতে কি বুঝায়?

তথ্য অধিকার বলতে কোনো দেশের জনগণের জন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থা কর্তৃক সৃষ্ট প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য জানার অধিকারকে বুঝায়।

সাইবার অপরাধ বলতে কী বুঝ?

সাইবার অপরাধ বলতে আমরা সাধারণত সাইবার স্পেস অর্থাৎ ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল কম্পিউটার ক্রাইম সংঘটিত হয় তাদেরকে বুঝি। সাইবার অপরাধ বিভিন্ন ধরনের হতে পারে।