স্থূল জন্মহার কি?

কোনো দেশের যেকোনো বছরে মোট জীবন্ত শিশু জন্মের সংখ্যা এবং সেই বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যার অনুপাতকে স্থূল জন্মহার বলে।

জনসংখ্যা বৃদ্ধি কি?

কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে জন্ম নেওয়া শিশুসংখ্যা থেকে মারা যাওয়া লোকের সংখ্যা বাদ দিলে যে অতিরিক্ত সংখ্যা পাওয়া যায় সে পরিমাণই হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি।

ফসলি জমি কমে যাওয়ার কারণ কি?

দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রতিবছর মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে এক বিশাল সংখ্যা। জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ঠিকই, কিন্তু দেশের ভূখণ্ড নির্দিষ্ট পরিমাণই রয়েছে। এ নির্দিষ্ট পরিমাণ জমি থেকেই বর্ধিত জনসংখ্যার বাসস্থানের ব্যবস্থা করতে হয়। তাই, বাসস্থান নির্মাণ করার জায়গার অভাবে ব্যবহার করা হচ্ছে ফসলি জমি। তাই ফসলি জমির পরিমাণ কমে যাচ্ছে।

যকৃতকে রাসায়নিক গবেষণাগার বলা হয় কেন?

যকৃত মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি। যকৃত পিত্তরস তৈরি করে, গ্লাইকোজেন সঞ্চয় করে, অ্যামাইনো এসিডের মাত্রা নির্দিষ্ট রাখে। পিত্তরস চর্বিজাতীয় খাদ্য কণা ভাঙতে সহায়তা করে, খাদ্যের অম্লভাব দূর করে। যকৃত এইরূপ বিভিন্ন রকম জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে বলে। একে রাসায়নিক গবেষণাগার বলা হয়।