দর্শক আয়ন কাকে বলে?

যে সকল আয়ন বিক্রিয়ক ও উৎপাদ অবস্থিত থাকে কিন্তু বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না তাদেরকে দর্শক আয়ন বলে। যেমনঃ HCl ও NaOH পরস্পরের সাথে বিক্রিয়া করে NaCl লবণ ও পানি উৎপন্ন করে।  HCl(aq) + NaOH(aq) → NaCl(aq) + H2O(l) উপরিউক্ত বিক্রিয়ায় Na+ ও Cl– দর্শক আয়ন। কারণ প্রকৃতপক্ষে এই প্রশমন বিক্রিয়ায় এসিড হাইড্রোজেন আয়ন(H+) সরবরাহ করে এবং … Read more

হোমরুল কথার অর্থ কি?

হোমরুল কথার অর্থ হলো স্বায়ত্তশাসন। হোমরুল এর আসল অর্থ পঞ্চায়েত, পৌরসভা, জেলাবোর্ড, প্রাদেশিক শাসন পরিষদ ও কেন্দ্রীয় আইন পরিষদ সকল ক্ষেত্রেই ভারতবাসীর আধিপত্য প্রতিষ্ঠা করা। 

প্রয়োগবাদের জনক কে?

প্রয়োগবাদের জনক চার্লস পিয়াস। চার্লস সেন্ডারস পার্সের হাতে প্রয়োগবাদের সূচনা হয়। তিনি গণিত, লজিক, প্রাকৃতিক বিজ্ঞান ও দর্শনের ইতিহাসের উপরে শিক্ষা গ্রহণ করেছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ছাড়াও দীর্ঘদিন সরকারি চাকুরীতে নিয়োজিত ছিলেন তিনি। প্রথমদিকে ভাববাদ এবং ঈশ্বর বিশ্বাস থাকলেও একটা পর্যায়ে তার আমূল পরিবর্তন ঘটে। সমসাময়িক দার্শনিকদের অধিকাংশের মতোই পার্সও ডারউইন এর বিবর্তনবাদ দ্বারা প্রবলভাবে … Read more

প্লাজমোডেসমাটা কাকে বলে?

পাশাপাশি অবস্থিত কোষগুলো কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রের ভেতর দিয়ে প্রোটোপ্লাজমের সূতার মতো অংশ দিয়ে পরস্পর যুক্ত থাকে। এই সূতার মতো অংশই প্লাজমোডেসমা নামে পরিচিত। বহুবচনে প্লাজমোডেসমাটা বলে।

পিট মেমব্রেন কাকে বলে?

পাশাপাশি অবস্থিত কোষের কূপগুলোর জন্য একটি অন্যটির উল্টোদিকে মুখোমুখি অবস্থানের জন্যে কোষপ্রাচীরে সূক্ষ্ম ছিদ্রের সৃষ্টি হয়। মুখোমুখি অবস্থিত দুটি কূপকে পিট জোড় বা পিট পেয়ার এবং কূপ দুটির মধ্যবর্তী স্থানের মধ্যপর্দাকে পিট মেমব্রেন বলে।

আলো এবং অন্ধকার এর দৈর্ঘ্যের ভিত্তিতে পুষ্পধারী উদ্ভিদের শ্রেণিবিন্যাস

উদ্ভিদে আলো-অন্ধকারের ছন্দকে বায়োলজিক্যাল ক্লক বলা হয়। উদ্ভিদের আলো – অন্ধকারের ছন্দের উপর ভিত্তি করে পুষ্পধারী উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা হয়। যথা স্বল্প দিবা দৈর্ঘ্যের উদ্ভিদঃ যে সব উদ্ভিদে পুষ্পায়নে দৈনিক গড়ে ৮ – ১২ ঘণ্টা আলো প্রয়োজন। যেমন – সয়াবিন, আলু, ইক্ষু, তামাক, শিম, চন্দ্রমল্লিকা, ডালিয়া ইত্যাদি। দীর্ঘ দিবা দৈর্ঘ্যের উদ্ভিদঃ পুষ্পায়নে দৈনিক গড়ে ১২ … Read more

হিসাব বিজ্ঞান কাকে বলে?

হিসাববিজ্ঞান কাকে বলে? হিসাববিজ্ঞান এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলি যেমন- খরচ পরিশোধন, আয় আদায়, সম্পদ ক্রয় ও বিক্রয়, পণ্য ক্রয় ও বিক্রয়, দেনাদার হতে আদায় এবং পাওনাদারকে পরিশোধ ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলির ফলাফল জানা যায়।  হিসাববিজ্ঞান বিষয়ে ব্যবসায়ের আর্থিক … Read more

কোষ প্রাচীর কাকে বলে?

উদ্ভিদের জননকোষ ছাড়া অন্যান্য সমস্ত কোষের প্রোটোপ্লাজম চারদিক ঘিরে যে সছিদ্র, পুরু ও শক্ত জড় আবরণ থাকে সেটিই কোষ প্রাচীর।  রবার্ট হুক ১৬৬৫ সালে অণুবীক্ষণযন্ত্রে বোতলের কর্ক পরীক্ষাকালে যে প্রোকোষ্ঠ দেখেছিলেন তা ছিল মূলত কোষপ্রাচীর। পাঁচজগত শ্রেণিবিন্যাস ধারণায় শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলে গণ্য করা হয় না কিন্তু এসব জীবেও কোষপ্রাচীর থাকে। কাজেই কোষপ্রাচীরকে … Read more