সিস্টারনি কি?

স্তুপীকৃত, পর্দাবেষ্টিত, অসমান দৈর্ঘ্য বিশিষ্ট ও সমান্তরালভাবে অবস্থিত লম্বা ও চাপা নালিকাসদৃশ (৩ – ৭টি) বস্তুগুলো সিস্টারনি নামে পরিচিত।  সম্ভবত মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা থেকে সিস্টারনির উৎপত্তি হয়।

লাইসোজোম কাকে বলে?

কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একক পর্দাবেষ্টিত, অতিক্ষুদ্র, গোলাকার, কোষীয় পরিপাকে অংশগ্রহণকারী বীজে, ভুট্টা ও তামাকের চারার কোষে লাইসোজোম পাওয়া যায়। প্রাণীর যকৃতকোষ, স্নায়ুকোষ, বৃক্ককোষ, অস্থি, জরায়ু, মূত্রথলি ইত্যাদিতে প্রচুর পরিমাণে লাইসোজোম থাকে। ১৯৫৫ খ্রিস্টাব্দে বেলজিয়ান বিজ্ঞানী ক্রিশ্চিয়ান দ্য দ্যুভে লাইসোজোম আবিষ্কার করেন। লাইসোজোম জীব কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এর উৎসেচক আগত জীবাণুগুলোকে হজম করে … Read more

70S ও 80S এ S আসলে কি?

এখানে, S = Svedberg unit = ভেদবার্গ একক। সেন্ট্রিফিউজ যন্ত্রে দ্রুত ঘূর্ণন প্রক্রিয়ায় বিভিন্ন ভরসম্পন্ন বস্তুর অধঃক্ষেপনের হারকে ভেদবার্গ একক বলে। বিজ্ঞানী Svedberg-এর নামের আদ্যক্ষর S দিয়ে তা বোঝানো হয়।

এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলে?

কোষের সাইটোপ্লাজমে বিস্তৃত ও একক ঝিল্লিবেষ্টিত জালিকাকার অঙ্গাণু যা একাধারে প্লাজমা মেমব্রেন ও নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে সংযোগ সৃষ্টি করে এবং সাইটোপ্লাজমকে অনিয়ত প্রকোষ্ঠে বিভক্ত করে অবস্থান করে, তাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। অ্যালবার্ট ক্লড এবং কেইথ পোর্টার ১৯৪৫ খ্রিস্টাব্দে মুরগীর ভ্রূণীয় কোষের সাইটোপ্লাজম থেকে এটি আবিষ্কার করেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর আবরণীর গায়ে প্রায়ই রাইবোজোম লেগে থাকে, তাই স্বাভাবিকভাবেই … Read more