স্যাটেলাইট কি জীববিজ্ঞান

প্রত্যেক প্রকৃত কোষে সাধারণত একটি নিউক্লিওলাস থাকা অপরিহার্য। কিন্তু ক্ষেত্রবিশেষে ও প্রজাতিভেদে নিউক্লিওলাস এর সংখ্যা দুই বা ততোধিক হতে পারে। অন্যদিকে শুক্রাণু, শ্বেতকণিকা প্রভৃতি কোষে যেখানে প্রোটিন সংশ্লেষণ হয় না সে সব কোষে নিউক্লিওলাস অনুপস্থিত। যে সব কোষ বেশি মাত্রায় প্রোটিন সংশ্লেষণ সে সব কোষে নিউক্লিওলাসের আকার বড় এবং ক্ষেত্রবিশেষে সংখ্যাও একাধিক। সাধারণত একটি নির্দিষ্ট ক্রোমোজোমের … Read more

হেটারোক্রোমাটিন কাকে বলে?

ক্রোমাটিনের গাঢ় বর্ণে রঞ্জিত, বেশি ঘনীভূত অঞ্চল যা নিউক্লিয়ার মেমব্রেন সংলগ্ন থাকে তাকে হেটারোক্রোমাটিন বলে। এতে অল্প পরিমান DNA থাকায় একে বংশগতির সক্রিয় অংশ বলে।

এক বায়ুমন্ডলীয় চাপ কাকে বলে?

বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমান বল প্রয়োগ করে তাকে ঐ স্থানের বায়ুমণ্ডলীয় চাপ বলে। সমুদ্রপৃষ্ঠে 45° অক্ষাংশ 0°C উষ্ণতায় প্রমাণ অভিকর্ষজ ত্বরণে 76 সেমি পারদস্তম্ভের চাপকে এক বায়ুমন্ডলীয় চাপ বা 1 অ্যাটমসফিয়ার (atm) বলে। বায়ু তার ওজনের জন্য ভূ-পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে … Read more

অভিস্রবণকে এক ধরনের ব্যাপন বলা হয় কেন?

সাধারণত ব্যাপন প্রক্রিয়ায় তরল বা গ্যাসীয় পদার্থের অণুগুলো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ধাবিত হয়। এ প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত অণুগুলোর ঘনত্ব দুই স্থানে সমান হয়। আবার, অভিস্রবণ প্রক্রিয়ায় দ্রাবক অণু কম ঘনত্বের দ্রবণ হতে বেশি ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয় এবং এ প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত অণুগুলোর … Read more

জীবপদার্থবিজ্ঞানের ভিত্তি কি?

Foundation of Bio-Physics জীবপদার্থবিজ্ঞান বিজ্ঞানের অনেকগুলো শাখার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। এটি একটি সমন্বিত বিষয়। জীববিজ্ঞানের বিভিনড়ব শাখায় ভৌতবিজ্ঞানের বিভিনড়ব তত্ত্ব, নীতি ও নিয়ম ব্যবহার করে জীবপদার্থবিজ্ঞানের ভিত্তি তৈরি করা হয়। এটি প্রধানত পদার্থবিজ্ঞান,রসায়ন,গণিত,জীববিজ্ঞান এবং প্রকৌশল শাখার সমন্বয়ে সৃষ্ট বিজ্ঞানের একটি শাখা। জীববিজ্ঞান জীবজগৎ নিয়ে চর্চা করে এবং অধ্যয়ন করে। কীভাবে উদ্ভিদ ও প্রাণী … Read more

শীতল স্রোত কাকে বলে?

মেরু অঞ্চলের শীতল ও ভারী জলরাশি জলের নিচের অংশ দিয়ে অন্তঃপ্রবাহ রূপে নিরক্ষীয় উষ্ণ মন্ডলের দিকে প্রবাহিত হয়। এরূপ স্রোতকে শীতল স্রোত বলে। মেরু অঞ্চলের সমুদ্র থেকে শীতল জলরাশির যে স্রোত প্রবাহিত হয় তাকে শীতল স্রোত বলে।

উষ্ণ স্রোত কাকে বলে?

উষ্ণ মন্ডলের উষ্ণ ও হালকা জলরাশি জলের উপরিভাগ দিয়ে পৃষ্ঠ প্রবাহ রূপে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এরূপ স্রোতকে উষ্ণ স্রোত বলে। নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি হওয়ায় জলরাশি হালকা হয় ও হালকা জলরাশি সমুদ্রের উপরিভাগ দিয়ে পৃষ্ঠ প্রবাহ রূপে শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এরূপ স্রোতকে উষ্ণ স্রোত বলে।