অবিচ্ছিন্ন শ্রেণিসীমা কাকে বলে?

শ্রেণি ব্যবধান অবিচ্ছিন্ন করার জন্য কোনো শ্রেণির উচ্চসীমা এবং পরবর্তী শ্রেণির নিম্নসীমার মধ্যবিন্দু নিয়ে সেই শ্রেণির প্রকৃত উচ্চসীমা এবং পরবর্তী শ্রেণির প্রকৃত নিম্নসীমা নির্ধারণ করা হয়।  উদাহরণস্বরূপ- উপরোক্ত সারণিতে উপাত্তের শ্রেণি ব্যবধান বিচ্ছিন্ন। শ্রেণি ব্যবধানকে অবিচ্ছিন্ন করলে সারণিটি হবে :

ব্যবসায়ী কাকে বলে?

ব্যবসায়ী বলতে একজন প্রতিষ্ঠাতা, মালিক বা একটি বাণিজ্যিক উদ্যোগের সংখ্যাগরিষ্ঠ অংশীদার বা শেয়ারহোল্ডারদের বোঝানো হয়। শব্দটি দ্বারা মাঝে মাঝে কোন কর্পোরেশন, এন্টারপ্রাইজ, ফার্ম অথবা কোন সংস্থার একজন দেবদূত বিনিয়োগকারী বা অনানুষ্ঠানিক বিনিয়োগকারীকেও বোঝানো হয়ে থাকে। একজন ব্যবসায়ী প্রচলিত পণ্য বা সেবার ধারণা নিয়ে ব্যবসা শুরু করেন। ব্যবসায়ী কর্মীদের কল্যাণ ও গ্রাহকদের সন্তুষ্টি নিয়েই বেশি উদ্বিগ্ন … Read more

আলোর প্রতিসরণের নিয়ম

আলোর প্রতিসরণ দুইটি সূত্র মেনে চলে। সূত্র দুইটিকে প্রতিসরণের সূত্র বলে।  সূত্রগুলো নিম্নে প্রদত্ত হলো- আলোর প্রতিসরণ কাকে বলে? আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে প্রবেশ করলে দুই মাধ্যমের বিভদতলে এর দিক পরিবর্তন হয়। আলোকরশ্মির এই দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। আলোকরশ্মি বিভেদ তলের যে বিন্দুতে আপতিত হয়ে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে সে বিন্দুকে আপতন … Read more

নির্দেশনা কাকে বলে?

কোনা ব্যক্তি তার কাঙ্খিত লক্ষ্য অর্জনের জন্য যখন কোনো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির নিকট হতে সাহায্য গ্রহণ করে থাকে তাকে নির্দেশনা বলে। নির্দেশনা ব্যক্তির জীবনে নানা সমস্যা সমাধানের মধ্যে দিয়ে আত্মমুখী বিকাশে সহায়তা করে। মনোবিদ Ruth Strange-এর মতে, নির্দেশনা হলো প্রত্যেক ব্যক্তিকে সাহায্য করার প্রক্রিয়া যার মধ্য দিয়ে ব্যক্তিগত ও সামাজিক সুখ সমৃদ্ধির লক্ষ্যে ব্যক্তি তার … Read more

ট্রপিক হরমোন কাকে বলে?

যে হরমোন অন্য অন্তঃক্ষরা গ্রন্থিকে তার হরমোন ক্ষরণে উদ্বুদ্ধ করে তাকে ট্রপিক হরমোন বলে। যে সমস্ত হরমোন কোনো একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে দূরবর্তী কোনো স্থানে পরিবাহিত হয়ে অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থি হরমোন নিঃসরণে উদ্দীপিত করে তাদের ট্রপিক হরমোন বলে। বেশিরভাগ ট্রপিক হরমোন পূর্ববর্তী পিটুইটারী দ্বারা উৎপাদিত এবং নিঃসৃত হয়।  ট্রপিক হরমোন নিঃসরণ হাইপোথ্যালামিক … Read more

ক্রোমাটিড কাকে বলে?

প্রত্যেক ক্রোমোজোম দুটি প্রতিসম ও সমান্তরাল লম্বা সুতার মতো ক্রোমাটিড নিয়ে গঠিত। এরা সাধারণত সিস্টার ক্রোমাটিড নামে পরিচিত। প্রতিটি ক্রোমাটিড অনুদৈর্ঘ্য খাবে সাজানো দুই বা ততোধিক সূক্ষ্ম সূত্রাকার ক্রোমোনেমাটা নিয়ে গঠিত।

নির্দেশ কাকে বলে?

নির্দেশ অর্থ বিশেষভাবে প্রদর্শন (অঙ্গুলিনির্দেশ)। এছাড়া নির্ধারণ, স্হিরীকরণ; আদেশ (কর্তব্যনির্দেশ); পরিচালন; উপদেশ (তার নির্দেশেই এ কাজ করেছি); উল্লেখ (কাকে নির্দেশ করে একথা বললে?)। নির্ধারণ করা; আদেশ বা উপদেশ দেওয়া; উল্লেখ করা।