বুদ্ধির অভীক্ষা কাকে বলে? শ্রেণিবিভাগ, বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা

বুদ্ধির অভীক্ষা কাকে বলে? বুদ্ধি পরিমাপের উদ্দেশ্যে বিশেষভাবে প্রস্তুত প্রশ্নের সমাহারকে বুদ্ধি অভীক্ষা বলে। বুদ্ধির অভীক্ষা হল এমন একটি পরীক্ষা যা ব্যক্তির বুদ্ধিগত ক্ষমতা, যেমন: সমস্যা সমাধান, যুক্তি, চিন্তাভাবনা, অভিযোজন ইত্যাদির একটি সামগ্রিক মূল্যায়ন করে। বুদ্ধির অভীক্ষা হল এমন একটি পরীক্ষা যা ব্যক্তির বুদ্ধিগত ক্ষমতা পরিমাপ করে। বুদ্ধি হল একটি জটিল মানসিক প্রক্রিয়া যা সমস্যা … Read more

সেন্সরি ডিসক্রিমিনেশন কি?

এই পদ্ধতিতে সংবেদনের পার্থক্য নিরূপণের ক্ষমতাকে ভিত্তি করে ব্যক্তির বুদ্ধি সম্পর্কে মন্তব্য করা হত। এই মতবাদের প্রবক্তা হলেন গ্যালটন এবং তাঁর শিষ্য ক্যাটেল। তাঁদের মতে, যে ব্যক্তি যত সূক্ষ্মভাবে সংবেদন পার্থক্য নিরূপণে সক্ষম হবেন তিনি তত বেশি বুদ্ধিমান বলে বিবেচিত হবেন।

গ্রাফোলজি কি?

এই পদ্ধতিতে হাতের লেখাকে বিশ্লেষণ করে বুদ্ধি পরিমাপের চেষ্টা করা হত। হাল এবং মন্টগোমারি হাতের লেখার বিভিন্ন ধরনের উপর গবেষণা করে বুদ্ধি পরিমাপের চেষ্টা করেছিলেন।

ফিজিয়গনমি কাকে বলে?

এই পদ্ধতিতে মানুষের মুখের অবয়ব দেখে তার বুদ্ধি পরিমাপ করা হয় – মুখের গড়ন, ঠোঁট, নাক, চোখ, ভুরু, কথা বলার সময় মুখভঙ্গি প্রভৃতি বিচার করে বুদ্ধি সম্পর্কে মন্তব্য করা হত। ব্ল্যাকফোর্ড এবং নিউকম্ব এই মতের প্রবর্তক ছিলেন।

দলগত বুদ্ধির অভীক্ষা কাকে বলে?

যে অভীক্ষার সাহায্যে একই সময়ে একাধিক ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা যায় তাকে বলা হয় দলগত বুদ্ধি অভীক্ষা। প্রথম মহাযুদ্ধের সময় যখন যুদ্ধের প্রয়োজনে একসঙ্গে অনেক সৈন্য নিয়োগের প্রয়োজন হলো তখন আমেরিকার প্রতিরক্ষা বিভাগের মনোবিদগণ এই দলগত বুদ্ধি অভীক্ষা প্রস্তুত করেন। এর উদাহরণ হলো Army alpha test।

ব্যক্তিগত বুদ্ধির অভীক্ষা কাকে বলে?

যে অভীক্ষার দ্বারা এক সময়ে একজন ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা যায় তাকে বলা হলো ব্যক্তিগত বুদ্ধি অভীক্ষা। বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে এই ব্যক্তিগত অভীক্ষাই প্রথম প্রচলিত হয়। ব্যক্তিগত বুদ্ধি অভীক্ষার উদাহরণ হলো – test. 

ভাষাবর্জিত বুদ্ধির অভীক্ষা কাকে বলে?

যে বুদ্ধি অভীক্ষায় ভাষার ব্যবহার অপরিহার্য নয় তাকে অবাচনিক বা ভাষাবর্জিত অভীক্ষা বলে। এই অভীক্ষার সাহায্যে শিশু, অক্ষরজ্ঞানহীন এবং অন্য ভাষাভাষীদের বুদ্ধি পরিমাপ করা যায়। এই ধরনের অভীক্ষার উদাহরণ হলো ‘Draw a man test’, Progressive matrices test ইত্যাদি।