মুসাফিরের সালাতের নিয়ম।

কমপক্ষে ৪৮ মাইল দূরবর্তী কোনো স্থানে যাওয়ার নিয়তে কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হলে শরিয়তের পরিভাষায় তাকে মুসাফির বলে। শরিয়তে মুসাফিরকে সংক্ষিপ্ত আকারে সালাত আদায়ের সুযোগ দেওয়া হয়েছে। এই সংক্ষিপ্তকরণকে আরবিতে কসর বলা হয়। মুসাফির অবস্থায় যোহর, আসর ও ইশার ফরজ সালাত কসর পড়তে হয়। চার রাকআত বিশিষ্ট যোহর, আসর ও ইশার ফরজ সালাত মুসাফির … Read more

কাযা রোযা কী?

কোনো কারণে বা অনিচ্ছায় যদি রোজা পালন করা না হয় তবে রোজার পরিবর্তে যে একটি রোযা রাখতে হয় তাকে কাযা রোযা বলে।

মাসবুক কে?

যিনি নামাজে এক বা একাধিক রাকআত শেষ হওয়ার পর ইমামের সাথে জামাআতে অংশগ্রহণ করেন, তিনিই মাসবুক।