রসায়নের পরিধি আলোচনা করো।

রসায়নের বিস্তৃতি ব্যাপক। যা মানুষের সেবায় নিয়োজিত। রসায়নের চর্চা সময়ের সাথে ক্রমবর্ধমান। দৈনন্দিন জীবনে রসায়নের ব্যবহার অনেক। আমাদের প্রশ্বাসের সময় গৃহীত বায়ু প্রধানত অক্সিজেন প্রকৃতিতে বায়ুতে বিদ্যমান। ব্রাশ, চিরুনি, কৃত্রিম রং, কাগজ, খাতা, কালি, পেন্সিল, কলম সবাই বিভিন্ন রাসায়নিক যৌগের সমন্বয়ে গঠিত। শিল্প-কারখানায় বিভিন্ন পদার্থের রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে প্রস্তুত করা হয়। আমাদের প্রতিদিনের গৃহীত খাবার শ্বেতসার, আমিষ, চর্বি … Read more

নিষেক কাকে বলে? নিষেকের প্রকারভেদ, বহিঃনিষেক, অন্তঃনিষেক

নিষেক (Fertilizaton) কাকে বলে? যে পদ্ধতিতে পুংগ্যামেট বা শুক্রাণু এবং স্ত্রীগ্যামেট বা ডিম্বাণুর মিলন ঘটে এবং তাদের সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের মিলনের ফলে যে জাইগোট উৎপন্ন হয় সেই পদ্ধতিকে নিষেক বলে। নিষেক পদ্ধতিতে দুটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। যেমন – (১) মিলনের ফলে ডিম্বাণু সক্রিয় হয় এবং ভ্রূণ সৃ্ষ্টিতে উদ্বুদ্ধ হয়।(২) নিউক্লিয়াসের মিলনের ফলে মাতাপিতার জিনগুলি, যেগুলি … Read more

প্রতিমন্ত্রী কাকে বলে?

একজন প্রতিমন্ত্রী হলেন পূর্ণ মন্ত্রী ও উপমন্ত্রীর মধ্যবর্তী পদমর্যাদার মন্ত্রী। প্রতিমন্ত্রীকে সাধারণত একজন পূর্ণমন্ত্রীর কাজের চাপ ও দায়িত্ব কমানোর লক্ষ্যে নিযুক্ত করা হয়। প্রতিমন্ত্রী পূর্ণ মন্ত্রীর অধীনে থেকে কোন বিভাগের অংশবিশেষের দায়িত্ব পালন করেন। প্রতিমন্ত্রী হচ্ছেন সেই ব্যক্তি যিনি একজন মন্ত্রীর কাজের একটা অংমের দায়িত্ব পালন করেন। তাঁর পদমর্যদা একজন পূর্ণ মন্ত্রীর চেয়ে কম তবে … Read more

অ্যানায়ন কাকে বলে? অ্যানায়ন কি?

ঋণাত্মক আধান যুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে। যেমন – ক্লোরিন আয়ন (Cl–) হলো একটি অ্যানায়ন। যখন কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তখন এটি  স্বাভাবিকভাবে চার্জ আয়ন হয়ে যায় যা অ্যানায়ন হিসাবে পরিচিত।

ক্যাথোড কাকে বলে?

যে তড়িৎদ্বারে বিজারণ অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় এবং অন্যকে জারিত করে বিক্রিয়া সংঘটিত করে তাকে ক্যাথোড বলে।তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্ষেত্রে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বার যুক্ত থাকে তা ক্যাথোড।গ্যালভানিক কোষের ক্ষেত্রে অ্যানোড হতে ত্যাগকৃত ইলেকট্রন তারের মাধ্যমে পরিবাহিত হয় ক্যাথোড সেই ইলেকট্রন গ্রহণ করে। যে তড়িদ্বারের সাথে ব্যাটারির ঋণাত্মক মেরুতে যুক্ত থাকে, সেই তড়িদ্বারটিকে ক্যাথোড বলে। ক্যাথোড তড়িৎদ্বারে … Read more

শব্দ দূষণ কাকে বলে? শব্দ দূষণ প্রতিরোধের কৌশল

শব্দ দূষণ কাকে বলে? বিভিন্ন উৎষ থেকে উৎপন্ন জোরালো ও অপ্রয়োজনীয় শব্দ যখন মানুষের সহনশীলতার মাত্রা ছাড়িয়ে বিরক্তি ঘটায় এবং স্বাস্থ্যের ক্ষতি সাধন করে তখন তাকে শব্দ দূষণ বলে।শব্দ আমাদের যোগাযোগের মাধ্যম। আমাদের মনোভাব আদান-প্রদান, নিজেকে অন্যের কাছে প্রকাশ এবং অন্যকে জানার ও বোঝার অন্যতম উপায়। শব্দ আমাদের মনের ক্ষুধা মেটায়। পাখির ডাক, সুরেলা কণ্ঠের … Read more