স্থানীয় মান কাকে বলে?

সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে থাকে তাকে স্থানীয় মান বলে। যেমন: ৭৭৭৭৭৭ সংখ্যাটির সর্বডানের ৭ এর স্থানীয় মান ৭, ডানদিক থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে ৭ এর স্থানীয় মান যথাক্রমে ৭০, ৭০০, ৭০০০, ৭০০০০, ৭০০০০০।

তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়।

আরো কিছু উদাহরণ দেয়া হলোঃ

২৫ এর স্থানীয় মান কত?

৫ এর স্থানীয় মান = ৫ × ১ = ৫

২ এর স্থানীয় মান = ২ × ১০ = ২০

৪৬২০ এ ৬ এর স্থানীয় মান কত?

৪৬২০ এ ৬ এর স্থানীয় মান = ৬ × ১০০ = ৬০০

৩২১৪০ সংখ্যাটিতে ২ এর স্থানীয় মান কত?

৩২১৪০ সংখ্যাটিতে ২ এর স্থানীয় মান = ২ × ১০০০ = ২০০০