পানিকে ফ্লইড অফ লাইফ বলা হয় কেন?

আমরা জানি, পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারেনা, আবার প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি। প্রোটোপ্লাজমের শতকরা ৯০ ভাগই পানি। এ কারণেই পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়।