পর্যায়কাল বাড়লে কৌণিক বেগ হ্রাস পায় কেন?

আমরা জানি, পর্যায়কাল ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক হলো এরা একে অপরের ব্যস্তানুপাতিক। কাজেই, পর্যায়কাল বাড়লে কৌণিক বেগ হ্রাস পায়। আবার, কৌণিক বেগ বাড়লে বিপরীতভাবে পর্যায়কাল হ্রাস পায়।

গাণিতিকভাবে পর্যায়কাল ও কৌণিক বেগের সম্পর্কটি হলো-

ω = T

যেহেতু পর্যায়কাল ও কৌণিক বেগ পরস্পরের ব্যস্তানুপাতিক, তাই পযায়কাল বাড়লে কৌণিক বেগ হ্রাস পায়।