তরুণাস্থি কাকে বলে?

কঙ্কালতন্ত্রের অপেক্ষাকৃত নরম, কন্ড্রিনসমৃদ্ধ ও স্থিতিস্থাপক অস্থিই হলো তরুণাস্থি। এটি কঠিন যোজক কলার ভিন্নরূপ। এর কোষগুলো একক বা জোড়ায় জোড়ায় খুব ঘনভাবে স্থিতিস্থাপক মাতৃকাতে অবস্থান করে। এটি বিভিন্ন অস্থির প্রান্তে, সংযোগস্থলে, কিংবা অস্থির কিছু অংশে উপস্থিত থাকে।