রিসালাতে বিশ্বাস না করলে মুমিন হওয়া যায় না কেন?

ইমানের সাতটি মূল বিষয়ের মধ্যে রিসালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
রিসালাতে বিশ্বাস না করলে মুমিন হওয়া যায় না। রিসালাতে বিশ্বাস করার অর্থ হচ্ছে, যুগে যুগে মানবজাতির হেদায়াতের জন্য আল্লাহ তায়ালা যেসব নবি-রাসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন তাদের ওপর বিশ্বাস স্থাপন করা। তাদের মাধ্যমেই মহান আল্লাহ তাঁর পরিচয় মানুষের সামনে তুলে ধরেছেন। নবি-রাসুলগণই আল্লাহ এবং মানুষের মধ্যে যোগসূত্র স্থাপনের দায়িত্ব পালন করেছেন। তাই রিসালাতে বিশ্বাস স্থাপন করতে হবে।