আখিরাতে বিশ্বাস করতে হবে কেন?

আখিরাতের প্রতি বিশ্বাস মানুষকে অন্যায় থেকে বিরত রেখে সৎকর্মমীল করে। তাই আখিরাতে বিশ্বাস করতে হবে।
আখিরাতের প্রতি বিশ্বাসীগণ জানে যে, দুনিয়ার প্রতিটি কাজের হিসাব সেদিন সেদিন পুঙ্খানুভাবে দিতে হবে। ভালো কাজের জন্য মহান আল্লাহ জান্নাত দান করবেন আর খারাপ কাজের জন্য কঠিন শাস্তি পেতে হবে। এ বিশ্বাসের কারণে মানুষ পৃথিবীতে অন্যায়, অত্যাচার, অশ্লীল কাজ থেকে বিরত রেখে উত্তম ও নেক আগ্রহী হয়। ফলে মানবসমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। এজন্য আখিরাতের প্রতি বিশ্বাসের প্রয়োজনীয়তা অপরিসীম।