রোযার কাফ্ফারার বর্ণনা।

ইচ্ছাকৃতভাবে কেউ যদি রোযা পালন না করে বা রোযা রেখে বিনা কারণে ভেঙে ফেলে তাহলে রোযার কাযা এবং কাফ্ফারা উভয়ই তার উপর ফরজ। রোযার কাফ্ফারা হলো-
  • একাধারে দুই মাস রোযা পালন করা।
  • এতে অক্ষম হলে ৬০ জন মিসকিনকে পরিতৃপ্তির সাথে দুইবেলা খাওয়ানো এবং
  • একজন গোলামকে মুক্ত করে দেওয়া।
একাধারে দুই মাস রোযা পালনকালে যদি দু’একদিন বাদ পড়ে যায়, তবে পূর্বের রোযা বাতিল হয়ে যাবে। পুনরায় নতুন রোযা পালন করতে হবে। তবে মহিলাদের বেলায় এ নিয়মের কিছুটা ব্যতিক্রম রয়েছে।