সহিহ বুখারি কাকে বলে?

কুরআন মজিদের পর সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ হলো সহিহ বুখারি।

সহিহ বুখারির সংকলক হলেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারি(র.)। তিনি সর্বমোট ছয় লক্ষ হাদিস থেকে যাচাই-বাছাই করে এ কিতাব সংকলন করেন। এটি ৩০ পারায় বিভক্ত। সহিহ বুখারি সবচেয়ে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ।