শ্রমের মর্যাদা কাকে বলে?

ইসলামে শ্রমের মর্যাদা অত্যধিক।
মানুষ তার নিজের বেঁচে থাকার, অপরের কল্যাণের এবং সৃষ্টি জীবের উপকরণের জন্য  যে কাজ করে তাই শ্রম। এই শ্রমের যথার্থ মূল্যায়নই শ্রমের মর্যাদা। নিজ শ্রম দ্বারা অর্জিত খাদ্যকে উৎকৃষ্ট খাদ্য এবং জীবিকা অন্বেষণকে ইবাদত হিসেবে আখ্যা দিয়েছে ইসলাম। রাসুল(স.) এবং সাহাবিগণ জীবিকার জন্য পরিশ্রম করতে কোনো লজ্জাবোধ করেননি। কোনো কাজকে ইসলাম ছোট করে দেখে না। ইসলামের এ মহান নীতির দ্বারা শ্রমের মর্যাদার তাৎপর্য ফুটে উঠেছে।