ব্লাড প্রেসার কাকে বলে?

রক্ত প্রবাহের সময় ধমনিগাত্রে যে চাপ সৃষ্টি করে তাই ব্লাড প্রেসার। হৃদপিন্ডের সংকোচনের যে অবস্থায় রক্তচাপের মাত্রা সর্বাধিক থাকে তাকে সিস্টোলিক চাপ বলে এবং প্রসারণ অবস্থায় রক্তচাপ সর্বনিম্ন থাকে তাকে ডায়াস্টোলিক রক্তচাপ বলে। স্ফিগমোম্যানোমিটার এর সাহায্যে রক্তচাপ মাপা হয়।