পোর্সেলিন বাটিতে তাপ প্রদানে কী কী লক্ষ্য রাখতে হবে?

পোর্সেলিন বাটিতে তাপ প্রদানে লক্ষ্যণীয় বিষয় –

১) অবশ্যই তারজালির উপর রেখে তাপ দিতে হবে।

২) সাধারণত কঠিন নমুনাকে তাপ প্রদানেই ব্যবহার করতে হবে।

৩) জারণ শিখায় তাপ দিতে হবে।

৪) তাপ প্রদানে শেষে রুমাল বা কাপড় দ্বারা তারজালি হতে পোর্সেলিন বাটিকে অপসারণ করতে হবে। কখনোই হাত দিয়ে ধরা যাবে না।