গ্লাস সামগ্রী পরিষ্কারকরণের জৈব দ্রাবক ব্যবহার ক্ষতিকর কেন?

গ্লাসসামগ্রী পরিষ্কারকরণে জৈব দ্রাবক বা সলভেণ্টগুলো বেশ কার্যকরী হলেও তা ব্যবহার করা নিরাপদ নয়। কারণ জৈব দ্রাবকগুলো মূলত উদ্বায়ী এবং ক্ষতিকারক হয়ে থাকে। যার ফলে চোখ জ্বালা পোড়া করা, শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা ইত্যাদি ঝুঁকি থাকে। উদ্বায়ী এসব জৈব দ্রাবক গলা ও ফুসফুসের  ক্ষতিকারক হতে পারে। এছাড়া ত্বকে জৈব দ্রাবক স্পর্শ করলে চামড়া ফেঁটে যাওয়া বা এলার্জি সৃষ্টি হতে পারে।