ল্যারিংস কাকে বলে?

ল্যারিংস মানব শ্বসনতন্ত্রের একটি অংশ যা গলবিলের নিচেও শ্বাসনালির উপরে অবস্থিত। এর দুইধারে দুটি পেশি থাকে যা ভোকালকর্ড নামে পরিচিত। স্বরযন্ত্রের উপরে জিহ্বা আকৃতির উপজিহ্বা আকৃতির উপজিহ্বা থাকে। শ্বাস প্রশ্বাসের সময় এটি খোলা থাকে ও এ পথে বায়ু ফুসফুসে যাতায়াত করে। আহারের সময় কোনো ভূমিকা নেই।