সমযোজী বন্ধন আয়নিক বন্ধনের তুলনায় দুর্বল হয় কেন?

আয়নিক যৌগগুলোতে আয়নদ্বয়ের মাঝে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। যা খুবই শক্তিশালী। অপর দিকে সমযোজী বন্ধনে মৌলগুলো পরস্পরের সাথে দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল দ্বারা আবদ্ধ হয়। তাই আয়নিক যৌগের গলনাংক ও স্ফুটনাংক সমযোজী যৌগের তুলনায় বেশি হয়।

সুতরাং বলা যায় সমযোজী বন্ধন আয়নিক বন্ধনের তুলনায় দুর্বল প্রকৃতির।