নেগেটিভ ফটোট্রপিজম কাকে বলে?

ফটোট্রপিজম হলো উদ্ভিদের এক ধরনের বক্রচলন। উদ্ভিদের কাণ্ড ও শাখা-প্রশাখা সব সময় আলোর দিকে চলন ঘটে এবং মূলের চলন সব সময় আলোর বিপরীত দিকে হয়। আলোর বিপরীতে মূলের চলনকে নেগেটিভ ফটোট্রপিজম বলে।