ছানি পড়া রোগের প্রধান কারণ কি?

আমাদের দেশে অন্ধত্বের প্রধান কারণ হচ্ছে ছানি পড়া। কোনো কারণে চোখে লেন্স অস্বচ্ছ হয়ে গেলে তাকে আমরা ছানি পড়া বলি। বিভিন্ন কারণে চোখে ছানি পড়ে। তবে ছানি পড়ার প্রধান কারণ হচ্ছে বার্ধক্য। এ ছাড়া চোখে যেকোনো আঘাত পেলে, বহুমূত্র রোগ হলে, জন্মগত কোনো কারণে, চোখের ভেতরে কোনো অসুখ হলে ও চক্ষু রোগ হলে, রেডিয়েশনের কারণে চোখে ছানি পড়তে পারে বা চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ নষ্ট হতে পারে। পূর্বে বসন্ত রোগে অনেক মানুষকে দৃষ্টিশক্তি হারাতে দেখা গেছে। ঘন ঘন ডায়রিয়া হলে এবং ভিটামিন ‘এ’ এর অভাবে চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়। এছাড়া রাতকানা রোগ হতে দেখা যায়।