খাদ্য শৃঙ্খলে As ধাতুযুক্ত হওয়ার প্রভাব ব্যাখ্যা

পরিবেশে আর্সেনিকের কোনো জৈব বিভাজন সংঘটিত হয় না বলে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমেই এটি চক্রায়িত হয়। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে উদ্ভিদ ও পানীয় জল থেকে প্রাণীজগতে আর্সেনিকের সংক্রমণ ঘটে। সংক্রমিত আর্সেনিক জৈব প্রক্রিয়ায় উদ্ভিদ ও প্রাণীজগত থেকে পরিবেশে ফিরে আসে। এ প্রক্রিয়ায় অজীব পরিবেশে আর্সেনিকর ঘনমাত্রা ক্রমশ বৃদ্ধি পায়। অজীব পরিবেশ থেকে জীবদেহে অধিকমাত্রায় আর্সেনিকের প্রবেশ ঘটাতে জীবদেহে আর্সেনিকের পুঞ্জীভবন ক্রমণ বেড়ে যায়। ধারণা করা হয় যে, দেহের অভ্যন্তরে এনজাইম বা প্রোটিনের সালফা হাইড্রিল গ্রুপের সাথে সংযুক্ত হয়ে দীর্ঘদিন দেহে As অবস্থানের ফলে এর বিষক্রিয়া ক্ষমতা অধিক হয়।