নদীর পানিতে ধাতু দূষণের কারণ

প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় কারণেই পানিতে ধাতুসমূহ প্রবেশ করে। যেমন- ট্যানারি শিল্প, কাগজ শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও ডায়িং শিল্পের বর্জ্য নদীতে নিঃসরণ করা হয়। এতে প্রচুর পরিমাণে Co, Pb, Na, Hg ও Cd থাকে।

বিভিন্ন অয়েল ট্যাংকার হতে নির্গত তেলে প্রচুর পরিমাণে লেড থাকে। লেড আর্সেনেট Pb3(AsO4)2 নামক পেস্টিসাইড হতে প্রচুর পরিমাণে Pb ও As পানিতে মিশে। এভাবে নদীর পানিতে ধাতু দূষণ হয়।