বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?

বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?

বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক –
মাইকেল মধুসূদন দত্ত

চৌদ্দ পঙক্তির চৌদ্দ অক্ষর বা মাত্রায় রচিত কবিতাকে সনেট বলে। সনেটের চৌদ্দ
পঙক্তি দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্ব অষ্টক ৮ পঙক্তি আর দ্বিতীয় পর্ব, ষষ্ঠক ৬
পঙক্তি নামে পরিচিত। কবি পেত্রার্ক রচনার মাধ্যমে সর্বপ্রথম সনেটের উদ্ভব হয়
ইতালিতে।

আরো পড়ুনঃ