মুস্তাহাব কি?

যে সকল এবাদত হযরত মুহাম্মদ (সঃ) ও তাঁর সাহাবাগণ ভালো জেনে কোন কোন সময় পালন করেছেন এবং কখনো কখনো করে নাই, তাকে মুস্তাহাব বলে। মুস্তাহাব আদায় করলে সওয়াব হয়, না করলে গুনাহ হয় না। যেমন : প্রতি আরবি মাসের প্রথম ও শেষ বৃহস্পতিবার রোজা রাখা, ঈদুল ফিতর নামাজের আগে কিছু মিষ্টি খাওয়া, ডান দিক হতে অযু আরম্ভ করা, অজুতে ঘার মাসেহ করা, রাসূল (সঃ) নাম শুনিলে চোখে চুমা খাওয়া ইত্যাদি।