ত্রিস্তরী প্রাণী কাকে বলে?

যে সমস্ত প্রাণীর কোষগুলো Ectoderm (বহিঃস্তর), Mesoderm (মধ্যস্তর) এবং Endoderm (অন্তঃস্তর) নামক তিনটি ভ্রূণীয় স্তর নিয়ে গঠিত তাদের ত্রিস্তরী প্রাণী বলে। 

যেমন – Fasciola hepatica (যকৃত কৃমি), Tenualosa ilisha (ইলিশ), Cavia porcellus (গিনিপিগ) ইত্যাদি।