বদ্ধ সংবহনতন্ত্র কাকে বলে?

যে সংবহনতন্ত্রে রক্ত সর্বদাই রক্তবাহিকা ও হৃৎপিণ্ডের মাধ্যমে সম্পূর্ণ আবদ্ধ থেকে প্রবাহিত হয় এবং কোনোক্রমেই দেহ গহ্বরে মুক্ত হয় না তাকে বদ্ধ সংবহনতন্ত্র বলে।

যেমন- মানুষ, গরু, ব্যাঙ ইত্যাদি।