ব্যাক ক্রস কাকে বলে?

F1 জনুর জীব এবং তার মূল পিতৃ-মাতৃর মধ্যে অথবা পিতৃ-মাতৃর অনুরূপ জিনোটাইপ বহনকারী কোনো জীবের মধ্যে সংঘটিত ক্রসকে ব্যাক ক্রস বলে। 

যেমন – AaBb × AABB অথবা AaBb × aabb