ডোবেরাইনার ত্রয়ী সূত্রটি কি?

ডোবেরাইনার ত্রয়ী সূত্রটি কি?

পর্যায় সারণির দুটি মৌলের পারমাণবিক ভরের গড় অন্য একটি মৌলের পারমাণবিক ভরের প্রায় সমান এবং মৌল তিনটির ধর্ম একই রকম। এই তিনটি মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম এবং তৃতীয় মৌলের ভরের গড় দ্বিতীয় মৌলের ভরের সমান হয়। মৌল তিনটিকে ‘ডোবেরাইনার ত্রয়ী’ বলে।

যেমন – লিথিয়াম (7) ও পটাসিয়াম (39) এর পারমাণবিক ভরের গড় সোডিয়ামের (23) পারমাণবিক ভরের প্রায় সমান।

ত্রয়ী পারমাণবিক ভর ব্যাখ্যা
Li
Na
K
7
23
39
(7+39) ÷ 2 = 23