প্রকৃতি কাকে বলে? নামপ্রকৃতি, ক্রিয়া প্রকৃতি

প্রকৃতি

যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না, তাকে প্রকৃতি বলে।
প্রকৃতি দুই প্রকার।
যথা – নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি বা ধাতু।
নাম প্রকৃতি
হাতল, ফুলেল, মুখর – এ শব্দগুলো বিশ্লেষণ করলে আমরা পাই – হাত + ল = হাতল (বাঁট), ফুল + এল = ফুলেল (ফুলজাত) এবং মুখ + র = মুখর (বাচাল)। এখানে হাত, ফুল ও মুখ শব্দগুলোকে বলা হয় প্রকৃতি বা মূল অংশ। এগুলোর নাম প্রকৃতি।
ক্রিয়া প্রকৃতি
আবার চলন্ত, জমা ও লিখিত – এ শব্দগুলোকে বিশ্লেষণ করলে আমরা পাই চল্+অন্ত = চলন্ত (চলমান), জম্+আ = জমা (সঞ্চিত) এবং লিখ্+ইত = লিখিত (যা লেখা হয়েছে)।