অন্যোন্য সমীভবন কাকে বলে?

যখন পরস্পরের প্রভাবে দুটো ধ্বনিই পরিবর্তিত হয় তখন তাকে বলে অন্যোন্য সমীভবন। 

যেমন – সংস্কৃত সত্য > প্রাকৃত সচ্চ। 
সংস্কৃত বিদ্যা > প্রাকৃত বিজ্জা ইত্যাদি।