মৌলিক ধাতু কাকে বলে?

যেসব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, সেগুলোই মৌলিক ধাতু। এগুলোকে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতুও বলা হয়। যেমন – চল্, পড়, কর্, শো, হ, খা ইত্যাদি।