কৈশিক নলকে পারদে ডুবালে পারদের অবনমন ঘটে কেন?

অতি সূক্ষ্ম ও সুষম ছিদ্র বিশিষ্ট নলকে কৈশিক নল বলে। কৈশিক নলের এক প্রান্ত তরলের মধ্যে খাড়া করে ঢুকালে নলের ভেতর কিছু তরল অর্থাৎ তরলের মুক্ত তল ওপরে উঠে যায় বা নিচে নেমে আসে। পারদের মধ্যে কৈশিক নল ডুবালে পারদ নলকে ভিজায় না বলে কাচ নলের ভেতরকার তরল স্তম্ভের উপরিতল পাত্রের তরলের মুক্ত তলের চেয়ে নিচে নেমে আসে।