সাম্যধ্রুবক কাকে বলে?

কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো উভমুখী রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক এ দুই এর অনুপাত একটি ধ্রুবক রাশি। এ ধ্রুবক রাশিকে ঐ তাপমাত্রায় ঐ উভমুখী রাসায়নিক বিক্রিয়ার সাম্যধ্রুবক বলা হয়।