বাক্য সংক্ষেপণ কাকে বলে?

একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংক্ষেপণ বলে। এটি বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশেরই নামান্তর।

বাক্য সংক্ষেপণ বা বাক্য সংকোচন


  • অকালে পক্ব হয়েছে যা – অকালপক্ব।
  • অক্ষির সমক্ষে বর্তমান – প্রত্যক্ষ।
  • অভিজ্ঞতার অভাব আছে যার – অনভিজ্ঞ।
  • অহংকার নেই যার – নিরহংকার।
  • অনেকের মধ্যে একজন – অন্যতম।
  • অনুতে (বা পশ্চাতে) জন্মেছে যে – অনুজ।
  • আদি থেকে অন্ত পর্যন্ত – আদ্যন্ত, আদ্যোপান্ত।
  • আকাশে বেড়ায় যে – আকাশচারী, খেচর।
  • আচারে নিষ্ঠা আছে যার – আচারনিষ্ঠ।
  • আপনাকে কেন্দ্র করে যার চিন্তা – আত্মকেন্দ্রিক।
  • আপনাকে যে পণ্ডিত মনে করে – পণ্ডিতম্মন্য।
  • আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার – আস্তিক।