শিরক কত ধরনের হতে পারে এবং কি কি?

মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করাকে শিরক বলে। শিরক চার ধরনের হতে পারে। যেমন – 

১. আল্লাহ তায়ালার সত্ত্বা ও অস্তিত্ত্বে শরিক করা
২. আল্লাহর গুণাবলিতে শিরক করা
৩. সৃষ্টি জগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশিদার করা এবং
৪. ইবাদতে আল্লাহর সাথে শরিক করা।