নিম্ন চাপ কাকে বলে?

যদি কোন এলাকায় চারপাশের তুলনায় বায়ুর চাপ কম থাকে, তবে সে অবস্থাকে বলা হয় নিম্নচাপ

বায়ুর স্বাভাবিক চাপ 76 cm পারদস্তম্ভের সমান । কোনো জায়গার বায়ুর তাপমাত্র বৃদ্ধি পেলে সেখানকার বায়ু হালকা হয় । ফলে সেখানকার বায়ুর চাপ কমে 76 cm পারদস্তম্ভের নিচে নেমে যায় । একেই নিম্ন চাপ বলে ।