স্পন্দন গতি কাকে বলে?

পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এব বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে এর গতিকে স্পন্দন গতি বলে।

পর্যাবৃত্ত গতিশীল কোন বস্তুর গতি যদি নির্দিষ্ট সময় পর পর বিপরীতমুখী হয় তবে এ ধরনের গতিকে স্পন্দন বা দোল গতি বলে। উদাহরণ স্বরূপ বলা যায়, একটি দোলককে যদি হাত দিয়ে কোন এক দিকে সামান্য ঠেলে দেওয়া হয় তবে দেখা যাবে তা কিছুদূর গিয়ে আবার বিপরীত দিকে ফেরতে আসছে এবং বার বার একদিক থেকে অন্যদিকে আসা যাওয়া করছে।

এরূপ গতিকে স্পন্দন গতি বা দোল গতি বলে।