টরিসেলির শূন্যস্থান কি?

একমুখ বন্ধ এক মিটার লম্বা একটি পারদপূর্ণ কাচ নলকে পারদপূর্ণ পাত্রে উল্টা করে খাড়াভাবে রাখলে পারদস্তম্ভের উচ্চতা 76  cm এ নেমে আসে। কাচনলের বাকি অংশ অর্থাৎ পারদের উপরিতল হতে কাচনলের বন্ধ প্রান্ত পর্যন্ত স্থানটুকু শূন্য থাকে। এই শূন্য স্থানকে টরিসেলির শূন্যস্থান বলে।