চলন্ত গাড়ি থেমে গেলে যাত্রীরা সামনের দিকে হেলে যায় কেন?

চলন্ত গাড়িতে যাত্রীরা গতিজড়তার জন্য সামনের দিকে হেলে পড়ে। কারণ চলন্ত অবস্থায় গাড়ির সংস্পর্শে থাকা যাত্রীর শরীর গতিজড়তা লাভ করে। চলন্ত গাড়ি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের ঐ অংশ স্থিতি অবস্থায় থাকে, কিন্তু গতিজড়তার জন্য উপরের অংশ সামনের দিকে হেলে পড়ে।