পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে?

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ইংরেজি হলোঃ Total Internal Reflection

আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের বিভেদতলে ক্রান্তি কোণের থেকে বড় কোণে
আপতিত হয়, তখন আলোকরশ্মি প্রতিসরিত না হয়ে প্রতিফলনের সূত্রানুসারে আবার ঘন
মাধ্যমে পূর্ণরূপে প্রতিফলিত হয়। একে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে।

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

আরো পড়ুনঃ প্লাজমা থেরাপি কাকে বলে? প্লাজমা দান করতে পারেন কেন? প্লাজমা থেরাপির
ঝুঁকি
 

আলোর আপতন কোণ সংকট কোণের চেয়ে কম হলে আলো প্রতিসরিত হয়, সমান হলে প্রতিফলিত
রশ্মি দুই মাধ্যমের বিভেদতল ঘেঁষে যায়, আর বেশি হলে ঐ আলো পরবর্তী মাধ্যমে
প্রবেশ না করে পূনরায় পূর্বের মাধ্যমে ফিরে আসে।এটি আলোক রশ্মির একটি নিয়মিত
ঘটনা ।

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সংঘটিত হতে হলে প্রধানত দুটি শর্ত অবশ্যই পালন করতে
হবে।

১) আলোকরশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে ঘন ও হালকা মাধ্যমের বিভেদ তলে আপতিত হতে
হবে।

২) আপতন কোণ ক্রান্তি বা সংকট কোণের চেয়ে বড় হতে হবে।

সংকট কোণ কাকে বলে? ক্রান্তি কোণ কাক বলে?

আলোক রশ্মি যখন ঘন স্বচ্ছ মাধ্যম থেকে হালকা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন
আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান ৯০° হয় অর্থাৎ প্রতিসরিত রশ্মিটি
বিভেদ তল বরাবর চলে যায় তখন ঐ আপতন কোণকে সংকট কোণ বলে।