বিম্ব কাকে বলে?

কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মিগুচ্ছে প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয়
কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তা
হলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বা বিম্ব বলে।

আরো পড়ুনঃ