একটি মাইক্রোবাস ও একটি ট্রাকের মধ্যে কোনটির জড়তা বেশি এবং কেন?

বস্তু যে যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে। কোনো বস্তুর জড়তা এর ভরের উপর নির্ভর করে। অর্থাৎ ভর হচ্ছে জড়তার পরিমাপ। যে বস্তুর ভর বেশি তার জড়তা বেশি। একটি মাইক্রোবাস ও একটি ট্রাকের মধ্যে ট্রাকের ভর বেশি। তাই ট্রাকটির জড়তা বেশি।